সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে। স্যালোয়ার-কামিজ পরিহিত আনুমানিক ২৮ বছর বয়সি এ নারীর পরিচয় শনাক্ত করতে
পারেনি স্থানীয় কেউ। শনিবার সকাল ৮টায় রামপাশা ইউনিয়নের পাঠাখইন গ্রামের আইয়ুব আলীর বাড়ির রাস্তার পাশে মৃতদেহটি দেখতে পান লোকজন। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই কল্লোল গোস্বামী জানান, ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ