বাগেরহাটের মোরেলগঞ্জে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার থানা পুলিশ রাত ১০টায় আহত মুক্তিযোদ্ধা মো. আবুল কাসেম গাজীকে (৬৫) উদ্ধার করে প্রথমে মোরেলগঞ্জ ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। রাত ৮টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. কামাল হোসেন মুফতি জানান, রক্তাক্ত আবুল কাসেম গাজীর শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাত ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানার ওসি মো. রাশেদুল আলম জানান, শুনেছি স্থানীয় বাবুল গাজী ও তার লোকজন মুক্তিযোদ্ধার ওপর হামলা করেছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বাবুল গাজী একজন চিহ্নিত অপরাধী এবং চাঁদাবাজ বলেও ওসি জানান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন মুক্তিযোদ্ধা আবুল কাসেম জানান, জমিজমা সংক্রান্ত একটি মামলায় প্রতিবেশী বাবুল গাজীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে তাকে মারপিট করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান বলেন, মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার ৫মাস পূর্বে এই ইউনিয়নের চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছিলেন মুক্তিযোদ্ধা আশরাফ আলী হাওলাদার(৭০)। সে ঘটনায় মামলা চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ