ময়মনসিংহের ভালুকায় এক মুদির দোকানে আগুন লেগে প্রায় ১০লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার ভরাডোবা বাসট্যান্ড এলাকায়।
ভালুকা ফায়ার স্টেশনের ওয়্যার ইন্সপেক্টর রেজাউল করমি জানান, ভরাডোবা বাসট্যান্ড এলাকার রানা আহাম্মেদের মুদির দোকানে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আমারা কিছু মালামার উদ্ধার করতে পারলেও প্রায় ১০লাখ টাকার মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বিডি-প্রতিদিন/এস আহমেদ