বাগেরহাটের কচুয়ায় বজ্রপাতে সরদার শহিদুল ইসলাম (২৮) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে কচুয়া উপজেলার সোলারকোলা গ্রামে আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। এদিকে, ছেলে শহিদুলের মৃত্যুর খবরে বাবা ইয়াকুব আলী সরদার (৬০) ওরফে আকুব আলী অসুস্থ হয়ে পড়লে তাকে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরদার শহিদুল ইসলাম কচুয়া উপজেলার সোলারকোলা গ্রামের ইয়াকুব আলী সরদার ওরফে আকুব আলীর ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাবিরুল ইসলাম বলেন, শনিবার সকালে শহিদুল ইসলাম বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে সাইনবোর্ড বাজারে যাচ্ছিলেন। এসময় বৃষ্টির সাথে আকষ্মিক বজ্রপাত হলে শহিদুল রাস্তার উপর পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ