নকলা থেকে নিখোঁজ হওয়া এক যুবকে আজ ভোরে ৮০ হাজার টাকা মুক্তি পণ দিয়ে বগুড়া থেকে উদ্ধার করা হয়েছে। শেরপুরের নকলা পৌরসভার চরকৈয়া এলাকা থেকে গত ১৪ এপ্রিল শুক্রবার থেকে নিখোঁজ ছিল সেকান্দরের ছেলে সুজন(১৭)।
পরিবার সূত্রে জানা গেছে, গত পহেলা বৈশাখ ১৪ এপ্রিল শুক্রবার বিকেলে একই এলাকার জনৈক ইদ্রিস আলীর ছেলে মামুন কাজ দেওয়ার কথা বলে সুজনকে বগুড়া নিয়ে যায়। সেখানে নিয়ে ৮০ হাজার টাকার বিনিময়ে সুুজনকে বিক্রি করে কৌশলে মামুন চলে আসে। নির্জন ঘরে আটকে রেখে ৫দিন পর দুস্কৃতিকারিরা সুজনকে জানায় তাকে বিক্রি করে মামুন ৮০ হাজার টাকা নিয়ে গেছে। ১৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় সুজনের মোবাইল নম্বর (০১৯৩৩৮৬৪৪৪৯) থেকে তাকে দিয়েই ঢাকায় অবস্থানরত সুজনের বড় ভাই সেলিমকে ঘটনাটি জানানো হয়। তবে পুলিশ জানলে তাকে মেরে ফেলে দেওয়া হবে; এই বলে সতর্ক করা হয়।
সেলিম ঢাকা থেকে নকলায় এসে ২০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নকলা থানায় ভাই হারানোর বিষয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। যার জিডি নং ৬৪২। অতপর মুক্তিপণ দাবিদারদের সাথে যোগাযোগ করে ২১ এপ্রিল শুক্রবার রাতে বগুড়ার চৌরাস্তা এলাকা থেকে রাত ২টার দিকে ৮০ হাজার টাকা দিয়ে সুজনকে উদ্ধার করে ২২ এপ্রিল দুপুরে নকলায় নিয়ে এসে থানায় উদ্ধারের বিষয়টি জানান। এ রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত অপহরণের মূলহোতা মামুনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার