পটুয়াখালীর রাঙ্গাঁবালী উপজেলায় মুগডাল তুলতে গিয়ে আকস্মিক বজ্রপাতে মঞ্জু বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে চরমোন্তাজ ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামে নিহতের বাড়ির পাশের ডাল খেতে এ দুর্ঘটনা ঘটে। ওই গ্রামের মনির মৃধার স্ত্রী দুই সন্তানের জননী মঞ্জু বেগম।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি সংলগ্ন মাঠে মুগ ডাল তুলতে যান মঞ্জু বেগম। বিকেল সাড়ে ৩টার দিকে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার