শরীয়তপুরের জাজিরা উপজেলার গঙ্গানগর বাজারে আজ সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ. লীগের দু‘পক্ষের সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে ১২ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। ঢাকার তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন ঢালীর বিরুদ্ধে গুলিকরার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে ১২ জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাজিরার জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজি ও তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন ঢালীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ সবাই মিন্টু কাজির সমর্থক।
জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়, তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পদাক মিথুন ঢালীর বাড়ি জাজিরা উপজেলার মুলনা এলাকায়। পাশের জয়নগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজির সাথে এলাকায় আধিপত্য বিস্তারনিয়ে তাদের বিরোধ রয়েছে। গত কয়েক দিন যাবৎ স্থানীয় গঙ্গানগর বাজার দখল নিয়ে দু‘পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মিথুন ঢালীর সমর্থ করা গঙ্গানগর বাজারেপ্রবেশ করে আমিনুল ইসলাম মিন্টু কাজির সমর্থকদের মারধর করতে থাকে। তখন দু‘পক্ষের মধ্যে ধাওয়া পল্টাধাওয়া চলে। এসময় প্রতি পক্ষের হামলায় মিন্টু কাজির সমর্থকদের উপর হামলা করে। এ সময় মিথুন ঢালীতার সমর্থকদের নিয়ে গুলি করতে থাকে।
মিন্টু কাজির সমর্থক ১২ ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে শাহানাজ কাজি (৪৫),মান্নানকাজি (৬০),সোহরাবকাজি (৫৫),রাজু আহম্মেদ কাজি (৩৫), ফারুকসরদার(২৬), খালেক সিকদার(৪৫) রাজন কাজি (৩০), সোহাগ মুন্সি (২২), সজিব কাজি(১৬) ও সাঈদ কাজিকে (৫০) জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংকটাপ্ন্ অবস্থায় গুলিবিদ্ধ দিপু কাজিকে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গঙ্গানগর বাজার এলাকায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ যায়। পরিস্থিতি এখন শান্ত আছে। কয়েকজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন। এখনও কোন পক্ষ মামলা করেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার