রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের আমলে শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই আমাদের সকলকে শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। আ. লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আজ বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের ভুলকরা ইসলামিয়া আলিম মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছে। তারা দেশ ও জাতির শত্রু’। উন্নয়নের ধারা অব্যাহত ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কা ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও সুপ্রীমকোর্টের আইনজীবি ড. মো. আবদুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লার সিটি নির্বাচনের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, উপজেলা আ’লীগের সেক্রেটারী সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, উপজেলা আ’লীগ নেতা ভ ম আফতাবুল ইসলাম, বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে তিনি একই ইউনিয়নের করপাটি হাজী মনির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার