নোয়াখালী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঢাকা কেন্দ্রীয় ছাত্রলীগ। শুক্রবার রাতে কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইদুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এদিকে বিষয়টি জানার জন্য নোয়াখালী জেলার জেলা ছাত্রলীগের সভাপতি ইবনে ওয়াজেদ ইমন ও সাধারণ সম্পাদক ফজলুল হক সুজনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তা জানা সম্ভব হয় নি।
উল্ল্যখ্য, নোয়াখালী জেলা ছাত্রলীগ বেগমগঞ্জ উপজেলা, চৌমুহনী পৌর ও সরকারী এস এ কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি অনুমোদন দেয়। সেই কমিটিতে বিবাহিত, বিতর্কিত ও সংগঠনকে থেকে পূর্বে বহিস্কৃতি নেতাদের নাম আসায় ক্ষুব্ধ হন তৃণমূলের নেতাকর্মীরা। নেতাকর্মীদের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটির দেয়া ওই কমিটিগুলো বিলুপ্ত করে দেয়। এরই রেশ ধরে শুক্রবার কেন্দ্রীয় সংসদ ছাত্রলীগের জেলা কমিটিও বিলুপ্ত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার