বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক বলেছেন, "নবম ওয়েজ বোর্ড ঘোষণা নিয়ে কোন তালবাহনা সহ্য করা হবে না। সাংবাদিকদের নায্য অধিকার আদায়ে আলোচনার পাশাপাশি রাজপথেও আন্দোলন অব্যাহত থাকবে।"
শনিবার বিকেলে বগুড়ায় কর্মরত সংবাদ কর্মিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, "সংবাদ কর্মিরা যেন কোনভাবেই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। সেই সঙ্গে দেশের গণতন্ত্র ও অগ্রগতির স্বার্থে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।"
বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)। বিইউজে সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য বিইউজে সাধারণ সম্পাদক জে এম রউফ, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, জিএম সজল, আলমগীর হোসেন খান, মতিউর রহমান তালুকদার, আরিফ রেহমান, এএইচএম আখতারুজ্জামান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২২ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২