নারায়ণগঞ্জে হৃদয় হাসান বাবু হত্যা মামলার হাসানসহ দুইজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার সিদ্ধিরগঞ্জের বকুলতলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার নাগবাড়ি এলাকার ইয়াসিনের ছেলে হাসান ও তার সহযোগী শাহদাত।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটার, ৩ রাইন্ড গুলি ও ৫১৫ পিস ইয়াবা জব্দ করা হয়। হাসানের বিরুদ্ধে বাবু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি হাসান বাহিনীর প্রধান বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম