টেকনাফে ৪ মাদক সেবনকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৬ মাস করে সাজা প্রদান করা হয়েছে। আজ সকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমদ এ সাজা প্রদান করেন। এর আগে টেকনাফ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন ও জয়নাল আবেদীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌরসভার উত্তর জালিয়া পাড়া ও কায়ুকখালী পাড়া এলাকায় দুটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেন। এসময় প্রায় ৫শ' গ্রাম গাঁজা, ১ ক্যান বিয়ার ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ধৃতরা হচ্ছে কায়ুকখালী পাড়া এলাকার মৃত আব্দুল বারীর ছেলে আব্দুল মতিন (৪৮) জালিয়া পাড়া এলাকার মো. হোসেনের ছেলে আবুল হোসেন (২৩), বরিশাল বানিয়াপাড়া এলাকার মো. কামাল হোসেনের ছেলে মো. সোহাগ ডালিম ও টেকনাফ ডেইল পাড়া এলাকার সুমন দাশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈন উদ্দিন খান জানান, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে অভিযানে ৪জন মাদক সেবনকারীকে আটক করা হয়েছে। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার