নোয়াখালী পৌরসভার মেয়র ও শহর আ. লীগের সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খান সোহেলের জেনারেল হাসপাতাল সড়কের বাসায় শুক্রবার গভীর রাতে সিএনজি করে এসে সন্ত্রাসীরা হামলার চেষ্টা করে। তারা গেটের দারওয়ানকে হুমকি দিয়ে গেট খোলার চেষ্টা করে এবং মেয়রকে খোঁজ করে। এক পর্যায়ে ৪-৫জন মুখোঁশদারি সন্ত্রাসী হুমকি দিয়ে গেটে লাথি মেরে চলে যায়।
এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি বুঝতে পারছি না। কারা এ কাজ করতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি রহস্যজনক। পুুলিশ তদন্ত করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার