সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার ওপরও সরকার অনেক গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আজ দুপুরে খুলনার ফুলতলা শিরোমণি আলিম মাদ্রাসা মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭- উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
মাদ্রাসা থেকে যেন কোনো জঙ্গি সৃষ্টি হয় না, তাই কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষক ও শিক্ষার্থী জঙ্গি হতে পারে না।
তিনি বলেন, কোনো ধর্মেই সন্ত্রাস ও জঙ্গিবাদ সমর্থন করে না। সন্ত্রাস ও জঙ্গিবাদ জনগণের কল্যাণ বয়ে আনে না। যারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে তাদের সঠিক পথে ফিরিয়ে আনার আহবান জানিয়ে তিনি বলেন, এ জন্য শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নারয়ণ চন্দ্র চন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করছেন। দেশ আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাকে ব্যহত করতে যারা তৎপর তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শিরোমণি আলিম মাদ্রাসা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়া উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।
ওই মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ হোসেন, শিরোমনি বাংলাদেশ শিল্প কেবলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৭/এনায়েত করিম