বরিশালের আগৈলঝাড়ায় এক রাতে দুই পরিবারের ছয় সদস্যকে অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার জোবারপাড় গ্রামের অসীম হালদার ও অজিত হালদারের ঘরে খাবারের সাথে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখে তারা। রাতে ওই খাবার খেয়ে অসীম হালদার, তার স্ত্রী প্রতিমা হালদার, মেয়ে পৃথী হালদার ও অজিত হালদার, তার মা রেখা রানী হালদার, স্ত্রী মুক্তা রানী অচেতন হয়ে পড়েন।
এই সুযোগে অজ্ঞান পাটির সদস্যরা ঘরে ঢুকে দুই পরিবারের স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। রবিবার প্রতিবেশীরা তাদের ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে সকলকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তারা।
আগৈলঝাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ দুই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযুক্তদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল, ২০১৭/মাহবুব