“শ্রমিক মালিক গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে পোস্ট অফিস মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পৌর মেয়র সাইদুল করিম মিন্টুসহ শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৭/মাহবুব