বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন, জেলা শ্রমিকলীগ, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক ট্রেড ইউনিয়ন, জেলা হোটেল শ্রমিক সমিতি, স্বর্ণকার কর্মচারী সমিতি, ঢাকা কোচ মাস্টার সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা শ্রমিক লীগের উদ্যোগে বের হওয়া র্যালিতে নেতৃত্ব দেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এতে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ অন্যরা।
দিবসটি উপলক্ষে ইমারত শ্রমিক ইউনিয়ন (ইনসাব) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের শান্তিমোড়স্থ সংগঠনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা করে। র্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের উপদেষ্টা শহীদুল হুদা অলক। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সংগঠনের সভাপতি মতিউর রহমানসহ সদস্যরা। দিবসটি উপলক্ষে উপজেলাসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/০১ মে, ২০১৭/মাহবুব