মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর টাউন হল মোড় থেকে জেলা প্রশাসনের আয়োজনে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
র্যালির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। র্যালিতে প্রশাসনের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশগ্রহণ করে।
পরে জেলা শিল্পকলা একাডেমীতে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ