কালবৈশাখী ঝড়ে নাটোর সদর, নলডাঙ্গা, বড়াইগ্রাম ও সিংড়া উপজেলায় অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্থ এবং শতশত গাছ ভেঙে পড়েছে। বিছিন্ন রয়েছে বিভিন্ন স্থানের বিদ্যুৎ ব্যবস্থা।
রবিবার রাতে কালবৈশাখী ঝড়ে সদরের তেবাড়িয়া, কাফুড়িয়া ও ছাতনী ইউনিয়নে মসজিদসহ অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্থ হয় । এ ছাড়া বোরো ধানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।
বিদ্যুতের খুটি ভেঙে পড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ