নাটোরে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের পূর্বঘোষিত র্যালিতে পুলিশ বাধা প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ।
সোমবার সকালে জাতীয়-দলীয় ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে মে দিবসের অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে শহরের জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা র্যালি বের করার চেষ্টা করলে পুলিশ বাধা প্রদান করে।
পুলিশি বাধার মুখে তারা জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র কাজী শাহআলম, বিএনপি নেতা রহিম নেওয়াজ।
র্যালিতে পুলিশি বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।