শোভাযাত্রা আলোচনা সভা ও গণসংগীতের মাধ্যমে মৌলভীবাজারে মহান মে দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন।
সোমবার সকালে শহরের কোর্ট রোড, কুসুমবাগ চত্ত্বর ও চৌমোহনা চত্বরে মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী ঐক্য পরিষদ, শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রা বের করে। শ্রীমঙ্গলে শোভাযাত্রা ও জনসভা করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।
মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও সমাজতান্ত্রিক দল বাসদ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ। গণসঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র।