জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনের লক্ষে ভাড়াটিয়া তথ্য সংগ্রহের ফরম নিয়ে বাড়ি বাড়ি গেলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক।
সোমবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স সংলগ্ন আফাজনগরে এ তথ্য ফরম বিতরণের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করে জেলা পুলিশ প্রশাসন। পরে পুলিশ সুপার নিজেই তথ্য ফরম নিয়ে চলে যান পাড়া মহল্লার অলিগলিতে।
ভাড়াটিয়া তথ্য ফরম বিতরণকালে জেলা পুলিশ সুপার মঈনুল হক বাড়িওয়ালাদের সম্ভাব্য জঙ্গীদের আচার ব্যবহার চলাফেরা সম্পর্কে ধারণা দিয়ে এ বিষয়ে সতর্ক থাকার আহবান জানান। নারায়ণগঞ্জ ফতুল্লা থানাটি ৩০টি বন্টকে ভাগ করা হয়েছে বলে তিনি সকলকে অবহিত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোস্তাফিজুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মতিউর রহমান, (ডিএসবি) ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জমান প্রমুখ।
বিডি প্রতিদিন/ ১ মে, ২০১৭/ ই জাহান