গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এর নব-নির্বাচিত কমিটির নেতা কর্মীরা।
সোমবার দুপুরে হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ায় পৌছে নব-নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মোজাফ্ফার হোসাইন অন্যান্য নেতা-কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পূস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ দোয়া ও মোনাজাত করে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভাইচ-চ্যান্সেলর প্রফেসর ইঞ্জিনিয়ার মাসুদ আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন