বরিশালের বানারীপাড়ায় একদিনে নিখোঁজ ৩ স্কুল ছাত্রীর মধ্যে ২জনকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে নিখোঁজ হওয়ার পর গত বুধবার রাতে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক থেকে বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বৃষ্টি মিস্ত্রী আখিঁকে এবং গড়িয়ারপাড় এলাকা থেকে চাখার ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারকে উদ্ধার করে পুলিশ। এখনও ৩ ছাত্রীর মধ্যে বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা আক্তার এখনো নিখোঁজ রয়েছে।
বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, নিখোঁজ ৩ ছাত্রীর মধ্যে আখি ও সুমাইয়াকে উদ্ধার করা হয়েছে। তারা দুইজন বান্ধবীদের সাথে বরিশালে বেড়াতে গিয়েছিলো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এখন অপর নিখোঁজ স্বর্ণাকে উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় অপরাধমূলক কোন তথ্য পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি। গত মঙ্গলবার বিকেলে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার সংলগ্ন দোলা বেগম নামে এক স্কুল শিক্ষিকার বাসায় প্রাইভেট পড়ার পর বাড়ি না গিয়ে নিরুদ্দেশ হয়ে যায় আখিঁ, স্বর্ণা ও সুমাইয়া। এ ঘটনায় পরদিন গত বুধবার স্বর্ণা ও সুমাইয়ার পরিবার থানার সাধারন ডায়রী করেন।
অপরদিকে আখিঁর পরিবার সাধারণ ডায়রী করেনি। তবে আখিঁকে খুজতে গিয়ে মঙ্গলবার রাতে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন তার বাবা অমল মিস্ত্রী।
বিডি প্রতিদিন/এ মজুমদার