বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসিতে এবার বোর্ডে পাসের হারে এগিয়ে ঝালকাঠি। বৃহস্পতিবার দুপুরে ঘোষিত এসএসসির ফলাফলে পাসের হার ৮২.৭৮ শতাংশ। ঝালকাঠি জেলায় ১৬৮ বিদ্যালয়ের মোট ৮৭৭৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭ হাজার ২৭২ জন। এর মধ্যে ৩২৭৮ ছাত্র ও ৪০০৪ জন ছাত্রী রয়েছে।
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে ১৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭জন ও জিপিএ-৫ পেয়েছে ৯৫ জন।
সরকারি হরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৪ জনের মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জনও জিপিএ-৪ পেয়েছে ১৩৬ জন।
বিডি প্রতিদিন/ ০৪ মে ২০১৭/আরাফাত