কুমিল্লা র্যাব-১১ সদস্য বরিশালের মেহেন্দীগঞ্জের পূর্ব রতনপুর গ্রামের বাসিন্দা অমল ঘরামী হত্যা মামলায় এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে।
বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল আসামীদের উপস্থিতিতে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলো অমলের ভাই বিমল ঘরামী এবং বিমলের স্ত্রী মনিকা ঘরামী।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, পরিবারিক জমি নিয়ে পূর্ব বিরোধ মিমাংসার কথা বলে কুমিল্লা র্যাব-১১ এ কর্মরত এএসআই অমলকে বাড়িতে ডেকে আনেন আসামিরা। ২০১১ সালের ১০ এপ্রিল রাতে অমলের খাবারের সাথে বিষ মিশিয়ে দেয় বিমল ও মনিকা। খাবার পেয়ে ছটফট করতে থাকলে অমলকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় অমলের মৃত্যু হয়। এ ঘটনায় ২৪ মে মেহেন্দীগঞ্জ থানায় অমলের স্ত্রী দিপালী দত্ত্ব বাদি হয়ে বিমল ও তার স্ত্রী মনিকা সহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি’র ওসি মাকসুদুর রহমান ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর ওই দুই জনকে অভিযুক্ত করে এবং অন্যান্যদের মামলা থেকে অব্যহতি দিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনালে ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উপরোক্ত রায় ঘোষণা করেন।