মেহেরপুরের গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলীর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ। উপজেলা চেয়ারম্যান ও গাংনী পৌর বিএনপির সভাপতি মুরাদ আলীর বাড়িতে সরকার বিরোধী গোপন বৈঠক চলছে এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার তার কার্যালয়ে তালা দিয়েছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
গাংনী উপজেলা ছাত্রলীগ সভাপতি তৈৗহিদ হোসেন জানান, সরকার বিরোধী মদদ জোগানোর জন্য উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি মুরাদ আলীর বাড়িতে জামায়াত বিএনপির নেতাকর্মীরা গোপন বৈঠকে বসে। বৈঠকে সরকার বিরোধী নানা ধরনের বক্তব্য দেয়া হয়। এমন সংবাদ পেয়ে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে তারা বিক্ষোভ মিছিল করে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।
অন্যদিকে, গাংনী উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি মুরাদ আলী জানান, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ বেশ কিছু নেতাকর্মী নিয়ে বাড়িতে পৌর বিএনপির আলোচনা সভা করছিলাম। সেখানে সরকার বিরোধী কোন বক্তব্য দেয়া হয়নি। এছাড়া বৃহস্পতিবার কার্যালয়ে যাননি। কে বা কারা কার্যালয়ে তালা মেরেছে তার জানা নেই।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তালা মারার বিষয়ে কিছু জানেন না তিনি।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান জানান, কে বা কারা উপজেলা চেয়ারম্যান মুরাদ আলীর কার্যালয়ে তালা মেরেছে বলে তিনি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বিডি প্রতিদিন/ ০৪ মে ২০১৭/আরাফাত