সিলেটের গোলাপগঞ্জে ছয় ডাকাতকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। গণধোলাইয়ে গুরুতর আহত চার ডাকাতকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের কটোয়ালপুর পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোররাতে গোলাপগঞ্জের কটোয়ালপুর পশ্চিমপাড়ায় সংঘবদ্ধ একটি ডাকাত দল প্রাইভেটকার নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা গোলাপগঞ্জ থানার ওসিকে জানায়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলির নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রাম ঘেরাও করে।
পরে পুলিশ ও গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাত দলকে ধাওয়া করেন। এসময় ছয় ডাকাত জনতার হাতে ধরা পড়ে। জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এছাড়া ডাকাতদের প্রাইভেটকারও ভাঙচুর করে জনতা।
আটক ডাকাতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জের সফি মিয়ার ছেলে আল আমিন (২০), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার রশীদপুর গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে রাসেল আহমদ (২২), কুলাউড়ার ইসমাইল আলীর ছেলে ইব্রাহিম মিয়া (৩০), আলালপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম ওরফে সজীব (২২), রাজনগর থানার সৈয়দ নগর গ্রামের ইলিয়াছ আলীর ছেলে সিপন আহমদ (৩০) ও গোয়ালাবাজার থানার আমালিয়া গ্রামের কাজল মিয়ার ছেলে আনিস ওরফে আনাছ (২০)।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলি বলেন, জনতার হাতে গণধোলাইয়ের শিকার চার ডাকাতকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা থানা হাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ ০৪ মে ২০১৭/আরাফাত