খাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা-সহ আজ দুই জনকে পুলিশ আটক করেছে। তাদের কাছ থেকে ৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুই জন উপজেলার পানছড়ি বাজারের বাসিন্দা আবদুল আজিজের ছেলে আজগর আলী ও নকুল মাষ্টার টিলার মৃত আনোয়ার আলীর ছেলে সিরাজুল ইসলাম।
জানা যায়, আটক দু’জনেই ইয়াবা সেবনকারীও বিক্রেতা হিসেবে এলাকায় পরিচিত। এসআই নজরুল-সহ পুলিশের একটি দল মোল্লাপাড়া-শান্তিপুর সড়ক এলাকা থেকে ওই দুই জনকে ইয়াবাসহ আটক করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার