বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আজ দুপুরে পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আননসহ ছাত্রদলের ৯ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। তবে আটকের ঘটনায় জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি দাউদ হোসেন জানান, গত বুধবার ঝিনাইদহ কে আহম্মদ কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিনিধি সভার আয়োজন করে। এ সময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কমিউনিটি সেন্টারটি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। কমিউনিটি সেন্টারের তত্বাবধায়ক আজাদ রহমান পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করে। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আনন, যুব দল নেতা ইকবাল মাহমুদ, কেসি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুস সালাম, সদর উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শাহিন আহমেদ,কেসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মানিক বিশ্বাস, ছাত্রদল নেতা হিমেলসহ ৯ জনকে আটক করে।
উল্লেখ্য, গত বুধবার ডা. কে আহম্মদ কমিউনিটি সেন্টারে ঝিনাইদহ জেলা বিএনপির প্রতিনিধি সভার আয়োজন করে। এ সময় কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড আসাদুজ্জামান আসাদ সমর্থকদের চেয়ারপারর্সনের উপদেষ্টা মসিউর রহমানের সমর্থকরা বাধা দিলে হামলা-পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের ১৫ জন আহত হয় এবং কমিউনিটি সেন্টারটি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার