মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে শপথ নিয়েছেন নোয়াখালীর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ ২৫ সহস্রাধিক সাধারণ মানুষ।
বৃহস্পতিবার জেলা সদরের ধর্মপুর ইউনিয়নের ভাটিরটেক চৌরাস্তা বাজারে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে এ শপথ করান।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। ২০০৮ সালের নির্বাচনের পর ধর্মপুরসহ সদর-সুবর্ণচরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইলেন তিনি।
জনসভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ শাহজাহান, আবু তাহের, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, একেএম সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।
জনসভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীসহ বিশ থেকে পঁশ্চিশ সহস্রাধিক সাধারণ মানুষ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন