টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে জোর করে বাঁশ কাটাতে বাধা দেয়ায় মো. ফজলুল হক (৫৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এঘটনায় আহত হয়েছে আরও দুইজন। আজ বিকেলে নাগরপুর উপজেলার চরাঞ্চল মিরকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, নিহত ফজলুল হকের ছোট ছেলে মো. আব্দুল্লাহ (১৮) ও নাতি নুর মোহাম্মদ (১৬)।
নিহতের বড় ছেলে মো. জুয়েল রানা জানান, উপজেলার ভারড়া ইউনিয়নের নুরু মুন্সির সাথে দীর্ঘদিন ধরে তাদের বাড়ীর সিমানা নিয়ে বিরোধ চলছিল। বিকেলে নুরু মুন্সির ছেলে এমদাদুল ওরফে এন্দাল, ছবুর, ফজল, হাবিব ও হানিফসহ ৮-১০ জনের একটি দল জোড়পূর্বক ফজলুল হকের বাড়ীর বাঁশ ঝাঁড়ের বাঁশ কাটতে যায়। এসময় ফজলুল হক তাদের বাঁশ কাটায় বাধা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ নুরু মুন্সির লোকজন দাঁ দিয়ে ফজলুল হককে কোপাতে থাকে। এসময় মোঃ আব্দুল্লাহ ও নুর মোহাম্মদ বাধা দিলে তাদের কোপাতে শুরু করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ফজলুল হকের মৃত্যু হয়।
টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মুহাম্মদ শাহাদাৎ হোসেন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকরীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার