কেরানীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মো. রিয়াজ (৩২) নামে এক যুবককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর মালিভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির উপ পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় আব্দুল্লাহপুর মালিভিটা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজকে আটক করা হয়।
আটক রিয়াজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৪ মে ২০১৭/এনায়েত করিম