ময়মনসিংহের ফুলপুরে ধান কাটতে গিয়ে এক কৃষক খুন হয়েছেন। উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চংপলাশিয়া গ্রামে আজ সকাল পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার চংপলাশিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক কৃষক খেতে ধান কাটতে গেলে একই গ্রামের গ্রাম্য ডা. জালাল উদ্দিন গং তাদের জমি দাবি করে তারাও ধান কাটতে আসে। উভয়পক্ষ ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুর রাজ্জাক (৫৫) ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী ও ওসি আলী আহাম্মদ মোল্লার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
এ ঘটনায় পুলিশ জালাল উদ্দিনের ছেলে দেলোয়ার ও ভাই মক্কু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। এক প্রশ্নের জবাবে ওসি আলী আহম্মেদ মোল্লা বাংলাদেশ প্রতিদিনকে জানান, এটা তাৎক্ষণিক ঘটনা। পূর্ব কোন শত্রুতার জের নয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
অপরদিকে, একই সময়ে উপজেলার ফতেপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শাহীন নামে একজনের মৃত্যু হয়। সে বাড়ির পাশে বোরো জমির নাড়া কাটতে গেলে জমির উপর দিয়ে যাওয়া সেচ মেশিনের বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার