গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বজ্রপাতে মো. লুৎফর রহমান শেখ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর দুইজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের শালুখা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লুৎফর রহমান বাগেরহাট জেলার মংলা উপজেলার সাবেরমেদ গ্রামের রোকা শেখের ছেলে।
পরিবারের বরাত দিয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এনামুল কবির জানান, সকালে লুৎফর রহমান শেখসহ বেশ কয়েকজন কৃষক ধান কাঁটছিলেন। এসময় বজ্রপাতের আঘাতে লুৎফর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুইজন আহত হন। আহতদের টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম