চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার অস্ত্রের যোগানদাতা সাইফুদ্দিন বাপ্পির (৪৬) বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়া হয়েছে।
শুক্রবার ভোর রাতে উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার এ অভিযান চালানো হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার, শাটার গান, এয়ারগান, চাইনিজ কুড়াল, ৪টি বিভিন্ন সাইজের দেশীয় দা, ১৬টি বিভিন্ন সাইজের ছোট-বড় ছুরি, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম (ওয়েল্ডিং মেশিন, বায়ু সরবরাহকারী মেশিন, কাঁটা কম্পাস, ড্রিল মেশিনের মুখ, লোহার ছাঁচ, অস্ত্রের ম্যাগাজিন স্প্রিং, ছোট বড় প্লাস ও ড্রিলিং স্ক্রু)।
বায়েজিদ থানা সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে পুলিশ। ভোররাতে বায়েজিদ থানার আমিন জুট মিলস সংলগ্ন পেট্রল পাম্পের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রের যোগানদাতা সাইফুদ্দিন বাপ্পিকে (৪৬) গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে তার গ্রামের বাড়িতে আরো অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম থাকার কথা পুলিশের কাছে স্বীকার করে। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে ওই এলাকায় ফের অভিযান চালায় পুলিশ।
অভিযান শেষে আসামি ও জব্দকৃত অস্ত্রসহ ফেরার পথে পুলিশের উপর হামলা চালানো হয়। হামলায় বায়েজিদ থানার এসআই মোহাম্মদ আইয়ুব উদ্দিন ও এইচএম এরশাদ উল্লাহ এবং চন্দগাঁও থানার এসআই মফিজ উদ্দিন আহত হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন বলেন, পুলিশের উপর হামলা, আসামি ছিনতাইয়ের ঘটনায় এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বোয়ালখালী থানায় পৃথক এজাহার দায়ের করা হয়েছে। তাছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায়ও একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামি সাইফুদ্দিন বাপ্পিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি বাপ্পীর বিরুদ্ধে বোয়াখালী থানায় পৃথক তিনটি রয়েছে।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ) এসএম মোবাশ্বের হোসেন বলেন, বায়েজিদ ও চান্দগাঁও থানার সমন্বয়ে গঠন পুলিশের বিশেষ টিম অভিযানটি পরিচালনা করে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৫ মে ২০১৭/আরাফাত