চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। মৃতরা হলো- উপজেলার প্রত্যাশী গ্রামের রুবেল হোসেনের মেয়ে রুমা(৪) ও মো. সুমনের মেয়ে সুর্বণা (৫)।
শনিবার সকালে উপজেলার প্রত্যাশী গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে রুমা ও সুবর্ণা একসঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। একঘণ্টা পর ওই পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়। এরপরই স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু'টিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ