গাইবান্ধার পলাশবাড়ীতে এসএসসিতে ফেল করায় লাবণ্য আক্তার (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকালে পলাশবাড়ী পৌরশহরের নূরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাবণ্য অক্তার ওই এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। তিনি পলাশবাড়ী পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, এসএসসির ফলাফল প্রকাশের পর এক বিষয়ে ফেল করার বিষয়টি নিশ্চিত হয় লাবণ্য। এতে সে মানসিক ভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে দুপুরে সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়েটি।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম