বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত ও পূর্বের জোড়া হত্যা মামলার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঘের ব্যবসায়ী ছরোয়ার শেখ(৪০) মৃত আশরাফ আলী শেখের ছেলে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোশারেফ হোসেন জানান, ছরোয়ার হোসেনকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিলো কিন্তু সেখানে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অপর আহতরা হলেন- নিহতের ছেলে বাবু শেখ(২০), বড় ভাই রশিদ শেখ(৪৮), ভাবি তাহমিনা বেগম (৪৫), পলাশ শেখ (৩০) ও কাইয়ুম শেখ (২৪)।
স্থানীয়রা জানান, ২০১৫ সালের ২৫ মার্চ ছরোয়ার শেখের জমি নিয়ে সৃষ্ট বিরোধে খুন হন ওমর আলী খান ও তার মামা আনোয়ার শেখ। ছরোয়ার শেখ নিহতদের নিকটজন না হওয়া সত্ত্বেও ওই জোড়া হত্যা মামলায় বাদী হন। এর পরে এলাকায় ওই হত্যা মামলাকে পুঁজি করে বহু লোককে হয়রানি ও ব্যাপক চাঁদাবাজি করেন তিনি। এতে গোটা এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠেন। এসবের প্রতিশোধ নিতেই নিহত ওমর আলী খানের ছেলে ফোরকান, কামরুল ও আনোয়ার শেখের ছেলে সোহাগসহ ৭/৮জনের একটি দল আজ ছরোয়ারের বাড়িতে গিয়ে তার ওপর হামলা করে। এসময় ছরোয়ার ও তার লোকজন পাল্টা হামলা করলেও নিহত হন ছরোয়ার।
মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) তারক বিশ্বাস ঘটনাস্থল থেকে জানান, পূর্ব শত্রুতার কারনে ফোরকান, কামরুল ও সোহাগসহ ৭/৮জনের একটি দল ছরোয়ারের ওপর হামলা করে। ধারালো শড়কি তার কন্ঠনালী ভেদ করে। বাগেরহাট হাসপাতালে নেওয়া হলে বেলা ১০টার দিকে তার মৃত্যু হয়। ছরোয়ারের হত্যাকারিদের আটকের জন্য এলাকায় অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ