বগুড়ার ধুনট উপজেলায় জামাল উদ্দিন (৫৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ১০টায় এলাঙ্গী বটতলা এলাকায় একটি বসত বাড়ির গোয়াল ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত জামাল উদ্দিন এলাঙ্গী পশ্চিমপাড়ার বিষা প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন প্রায় ৭ বছর যাবত মানসিক রোগে আক্রান্ত ছিলেন। অনেক চিকিৎসা করেও তাঁর উন্নতি হয়নি। শনিবার সকাল ১০টায় এলাঙ্গী বটতলা এলাকার চাঁন মিয়ার ছেলে আনছার আলীর বাড়িতে আসেন জামাল উদ্দিন। ওই বাড়ির পরিবারের সদস্যদের অগোচরে গোয়ালঘরে প্রবেশ করেন। সেখানে ছাগলের দড়ি গলায় পেঁচিয়ে গোয়াল ঘরের তীরের সাথে ঝুলে জামাল উদ্দিন আত্মহত্যা করেন। পরে আনছার আলীর পরিবারের লোকজন জামাল উদ্দিনের ঝুলন্ত মৃতদেহ দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ১০টায় মৃতদেহ উদ্ধার করেছে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক ফারুকুল ইসলাম জানান, এলাঙ্গী গ্রামের আনছার আলীর বাড়ির গোয়ালঘর থেকে জামাল উদ্দিন নামের এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজন এবং স্থানীয় লোকজন ওই বৃদ্ধকে মানষিক ভারসাম্যহীন বলে দাবি করছেন। এছাড়া তাঁর মৃত্যুতে কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি দাফনের অনুমোতি দেওয়া হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার