অগ্নিকাণ্ডে মাদারীপুরের শিবচরে বসতঘরসহ ২০ টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। আগুনে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।
জানা যায়, আজ দুপুরে জেলার শিবচর উপজেলার শিবচর ইউনিয়নের উত্তর চরশ্যামাইল গ্রামের চাঁনমিয়া জমাদ্দারের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । এতে ১২ টি পরিবারের বসতঘরসহ ২০ টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে নগদ টাকা , স্বর্ণালংকারসহ ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার