লালমনিরহাটে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ক্রিকেট নিয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে সন্তোষ চন্দ্র সরকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মৃত কালিদাস চন্দ্র সরকারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নওদাবাস এলাকায় আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দল সমর্থকের মধ্যে জুয়ার আসর বসে। এক পর্যায়ে খেলার জয়-পরাজয় নিয়ে উভয়দলের সমর্থকের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় সংঘর্ষে গুরুতর আহত হয় ভ্যানচালক সন্তোষ চন্দ্র সরকার (৩০)। এরপর রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত সন্তোষ চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২০১৭/আরাফাত