সিলেটের বিয়ানীবাজার পৌরসভার স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ আগামীকাল সোমবার। পৌরসভার ৩নং ওয়ার্ডের কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওইদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। এর আগে গত ২৫ এপ্রিল ভোট চলাকালে ব্যালট পেপার ছিনতাইর ঘটনায় ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছিল।
নির্বাচনে পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আবু নাসের পিন্টু ১৫৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার প্রাপ্ত ভোটের পরিমাণ ৩ হাজার ৬২৫। ৩ হাজার ৪৭১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুস শুকুর। আর বর্তমান প্রশাসক স্বতন্ত্র প্রার্থী তফজ্জুল হোসেন ৩ হাজার ৩০৪ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। আর স্থগিত হওয়া কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৩৮৮ জন।
বিডি প্রতিদিন/ ০৬ মে ২০১৭/আরাফাত