আদালতের রায়ে উচ্ছেদ হওয়া নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের ১৫টি পরিবারকে অন্যত্র নতুন বাসস্থান নির্মাণের আশ্বাস দিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। আজ শনিবার বেলা সাড়ে ১০টায় উপজেলার পূর্ব মাধনগর গ্রামে নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে উচ্ছেদ হওয়া পরিবারদের সাথে কথা বলে নতুন বাসস্থান নির্মাণের এ আশ্বাস দেন। এসময় নাটোর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্থ) মনিরুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রেজা হাসান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফা কামাল, মাধনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন দেওয়ানসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিনা খাতুন উচ্ছেদ হওয়া পরিবারের উদ্দেশে বলেন, আদালতের দেওয়া রায় আপনারদের মেনে নিয়ে এই জায়গা ছেড়ে দিতে হবে। আমরা অন্য জায়গায় আপনার নতুন বাসস্থান গড়ে তুলার সব ধরনের সহয়তা দেওয়া হবে। জেলা প্রশাসক আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশ আছে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। পরে জেলা প্রশাসক অন্যত্র খাস জায়গা খুজে বের করে সেখানে তাদের নতুন বাসস্থান নির্মাণের জন্য স্থানীয় উপজেলা প্রশাসন কে নির্দেশ দেন।
উল্লেখ্য, ২ মে মঙ্গলবার দুপুরে স্থানীয় বজলুর রশিদের দায়ের করা মামলায় নাটোর সহকারী জজ আদালতের রায়ে আদিবাসী ১৫টি পরিবার উচ্ছেদ করে প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে প্রশাসনে তোলপার সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার