নাটোরের নলডাঙ্গার পাটুলে মোহাম্মদ আলী নামে (৫৫) এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, সে আত্মহত্যা করেছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিয়ে সন্দেহের কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, আজ নলডাঙ্গার পাটুল পশ্চিম পাড়ার মোহাম্মদ আলীর মরদেহ বাড়ির অদূরে একটি গাছের সাথে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে। মোহাম্মদ আলী ওই গ্রামের নহের আলীর ছেলে। পরিবারের দাবি সাংসারিক নানা অশান্তির বিশৃংখলার কারণে সে আত্মহত্যা করেছে।
তবে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, ঘটনার স্থান ও পজিশন দেখে ওই স্থানে এ ধরনের আত্মহত্যা সন্দেহজনক। প্রাথমিক সুরতহালে সন্দেহজনক হওয়ায় বিষয়টি নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ঘটনার বিষয়টি স্পষ্ট হওয়া যাবে। থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেন জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এ মজুমদার