সিলেটে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়ারোধে ‘মিড ডে মিল’ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীদের পুষ্ঠিহীনতার হাত থেকে রক্ষা ও স্কুলমুখী করতে এ উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
শনিবার সিলেটের জকিগঞ্জের বিয়াবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ‘মিড ডে মিল’ চালু করেন পুলিশ সুপার মনিরুজ্জামান। পর্যায়ক্রমে সিলেট জেলার সবকটি থানা এলাকার একটি করে বিদ্যালয়ে এ ‘মিল’ চালু করা হবে জানান পুলিশ সুপার।
অতিরিক্ত পুলিশ সুপার ড. আকতারুজ্জামান বসুনিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, সহকারী শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র চন্দ্র দাস প্রমুখ।
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৭/আরাফাত