অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের হাকালুকি হাওর পাড়ের শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় দফায় শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ।
শনিবার সকালে সংগঠনের উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়। এসময় কুলাউড়া উপজেলার হাকালুকি হাওর পাড়ের ভুকশিমইল ইউনিয়নের কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেশার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত ৮০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেব, সাবেক সভাপতি কামরুল হাসান মিজু, মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সভাপতি সুবিনয় শুভ প্রমুখ।
এর আগে দুই দফায় ছাত্র ইউনিয়ন এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৭/আরাফাত