নওগাঁয় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই শিক্ষার্থীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আজ বিকেলে এসব মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান জানান, বিকাল ৩ টার দিকে রাইগাঁ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিরমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র আরাফাত হোসেন (৮) স্কুল চলাকালীন সময় স্কুলের পাশে একটি গাছের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে ঝড়-হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের সৃষ্টি হলে আরাফাতের পাশে একটি গাছে বজ্রপাত আঘাত হানে। এতে সাথে সাথে শিশুটি মাটিতে পড়ে যায়। এমতাবস্থায় স্কুলের অন্যান্য শিক্ষার্থীসহ শিক্ষকমন্ডলী দেখতে পেয়ে আরাফাতকে উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। মৃত আরাফাত হোসেন বিরমগ্রাম গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক মহসিন আলী জানায়, স্কুল টিফিনের সময় সকল ছেলে-মেয়ে বাহির খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করে বজ্রপাতের সৃষ্টি হলে শিশু আরাফাত মারা যায়। এদিকে নওগাঁ সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম জানান, নওগাঁ সদর উপজেলার সরিজপুর গ্রামের আবুল হাসেমের ছেলে একাদশ শ্রেণির শিক্ষার্থী রফিকুল ইসলাম (১৯) ও একই গ্রামের জাহের আলীর ছেলে আফজাল হোসেন (৪৫) আম কুড়াতে বাহিরের একটি বাগানে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
অপরদিকে আত্রাই থানার ওসি বদরোদ্দোজা জানান, বিকেল ৪টার দিকে আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের দর্শন গ্রামের একটি মাঠে বোরো ধান কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে দুই ধান কাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার থাইয়েরহাট গ্রামের হাতেম আলীর ছেলে রতন ইসলাম (২০) ও একই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মোহাম্মদ মিলন (২২)। নিহত ওই দুই শ্রমিক দর্শন গ্রামের সুনীল চন্দ্রের জমির বোরো ধান কাটার কাজ করছিলো। পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি বদরোদ্দোজা। এসব ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার