আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শেই বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলছে।'
আজ শনিবার ভোলা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, খুনিরা জাতির পিতাকে হত্যা করে মনে করেছিল আওয়ামী লীগ ও তার আদর্শ ধ্বংস হয়ে যাবে। ব্যক্তি মুজিবকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুল, উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মুজাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১৩ মে ২০১৭/এনায়েত করিম