সদ্য ঘোষিত চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ব্যতিক্রম ধর্মী কর্মসূচি হাতে নিয়েছে। নবঘোষিত কমিটিসমূহ আনন্দ মিছিলের পরিবর্তে দলীয় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্তের অংশ হিসেবে শনিবার বিকেলে হাটহাজারী উপজেলা ও কলেজ ছাত্রদল কমিটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্রগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তকিবুল হাসান চৌধুরী তকি।
বিক্ষোভ সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে পুনরায় গণতন্ত্রের সূর্য উদয় হবে। হাটহাজারী উপজেলা ছাত্রদল সহ-নবগঠিত সকল কলেজ শাখার নেতৃবৃন্দ রাজপথে বরাবরের মতো সরব উপস্থিতির প্রতিজ্ঞা করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নব ঘোষিত কমিটির যুগ্ম-আহ্বায়ক গিয়াস উদ্দিন মাহমুদ, মিজানুর রহমান টিপু, আলাউদ্দিন তালুকদার, জিএম কামরুদ্দীন নাহিদ, আলাউদ্দিন পারভেজ, মন্জুর মোরশেদ মন্জু, এমরান, গিয়াস উদ্দিন রিচার্ড, নুরু উদ্দিন, জাহেদুল ইসলাম লিমন, ফারুক উদ্দিন মানিক প্রমুখ।
বিডি প্রতিদিন/ ১৩ মে ২০১৭/আরাফাত